সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


আমরা রাজনীতির সঙ্গে জড়াতে চায় না: সিইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২৫

আমরা রাজনীতির সঙ্গেআমরা রাজনীতির সঙ্গে জড়াতে চায় না: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) রাজনীতির সঙ্গে জড়াতে চায় না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সীমাকে মাথায় রেখেই ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি।

বিএনপির পক্ষ থেকে জুলাই-আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, “আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন-কানুন, বিধিবিধান ও সিস্টেমের মধ্যে থেকেই আমাদের কাজ পরিচালনা করব।”

তিনি আরও বলেন, “আমরা ফ্রি, ফেয়ার এবং প্রতিযোগিতামূলক একটি নির্বাচন উপহার দিতে চাই। এমন একটি পরিবেশ তৈরি করব, যেখানে সকল দল ‘রুলস অব দ্য গেম’ মেনে নির্বাচনে অংশ নিতে পারবে।”

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেটি মাথায় রেখেই আমরা কাজ করছি।”

প্রসঙ্গত, বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী নির্বাচন কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর।

সোমবার (২০ জানুয়ারি) থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানান সিইসি। তিনি বলেন, “আমরা আশা করছি, ছয় মাসের মধ্যে হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।”

ইসির পক্ষ থেকে জানানো হয়, এই প্রক্রিয়ায় ৬৫ হাজার কর্মী মাঠপর্যায়ে কাজ করবেন। ভোটার তালিকা নিয়ে যেকোনো সংশয় দূর করার আশ্বাসও দেন সিইসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি