রবিবার,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা


আগামী সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০২৫

আগামী সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলকআগামী সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

ড. আসিফ নজরুল বলেন, “গায়েবি মামলা চিহ্নিত করতে চারটি বিষয়কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। প্রথমত, মামলা পুলিশের করা কিনা তা খতিয়ে দেখা হয়েছে। দ্বিতীয়ত, এসব মামলার বেশিরভাগ বিস্ফোরক আইনে, অস্ত্র আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে করা। তৃতীয়ত, এসব মামলায় অজ্ঞাতনামা আসামি অন্তর্ভুক্তির প্রবণতা লক্ষ করা গেছে। চতুর্থত, বিরোধী দলের কোনো বড় সমাবেশ কিংবা গত তিনটি ভুয়া নির্বাচনের আগে-পরে এসব মামলা হয়েছে। এসব বিবেচনায় আমরা আড়াই হাজার মামলা চিহ্নিত করেছি। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।”

উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রসঙ্গে ড. নজরুল বলেন, “উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। এজন্য সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ তৈরি করা হচ্ছে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি