চারদিন পর বাড়ি ফিরে রেগে গেলেন কারিনা কাপুর
চার দিন পর বাড়ি ফিরেই মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। গত বৃহস্পতিবার গভীর রাতে এক দুষ্কৃতকারীর হামলায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সাইফ আলি খানকে। লীলাবতী হাসপাতালে তার শিরদাঁড়ায় গেঁথে থাকা আড়াই ইঞ্চি মাপের একটি ছুরির অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালে সাইফের পাশে দিনরাত ছিলেন কারিনা। এদিকে, ঘটনার পরপরই কারিশমা কাপুর জেহ এবং তৈমুরকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে হামলাকারী ধরা পড়লে রোববার সাইফের দুই ছেলে বাবাকে দেখতে যায়। কারিনাও ছিলেন তাদের সঙ্গে। সোমবার দুই ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেও বাড়িতে ঢুকে রাগে ফেটে পড়েন অভিনেত্রী।
এই ঘটনার পর থেকেই পুলিশের আনাগোনা বাড়িতে বেড়েছে। তদন্তের কারণে বারবার পুলিশের জিজ্ঞাসাবাদ, পাশাপাশি নানা গুজব ও খবর ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। কারিনা এইসব নিয়েই বিরক্ত। বাড়ি ফিরে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আপনাদের মন বলে কিছু নেই। আমাদের একা ছেড়ে দিন।” তবে পোস্টটি শেয়ারের কিছুক্ষণের মধ্যেই তা মুছে দেন অভিনেত্রী।
এই ঘটনার পর থেকেই কারিনা চেষ্টা করছেন বাড়ির পরিবেশ স্বাভাবিক রাখতে। ছেলেদের মন ভালো করার জন্য তাদের জন্য খেলনা নিয়ে আসেন তিনি। তবু চারপাশের চাপে ভারি হয়ে রয়েছে পরিবেশ।
হাসপাতাল থেকে ছেলেরাই সাইফকে নিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের মতে, তৈমুরই নাকি রক্তাক্ত বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। যদিও অন্য সূত্রে শোনা গেছে, বড় ছেলে ইব্রাহিম আলি খান নাকি বাবাকে হাসপাতালে নিয়ে যায়। এই বিভ্রান্তি আরও চাঞ্চল্য বাড়িয়েছে।
কারিনা এই সমস্ত গুঞ্জন ও চাপের মুখে কতটা স্বস্তি পাবেন, তা সময়ই বলবে।