রবিবার,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান


যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০২৫

যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গাযুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসনে যুক্তরাষ্ট্র শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা ইতোমধ্যে অনেক রোহিঙ্গা পুনর্বাসন করেছে। আমরা চাই, যুক্তরাষ্ট্র আরও রোহিঙ্গাকে পুনর্বাসনের উদ্যোগ নিক।”

চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের উন্নয়ন ও পুনর্বাসনে সর্ববৃহৎ দাতা। ইউএসএইডের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্থানীয় এনজিওগুলোর সঙ্গে কাজ করছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সাক্ষাতে নিরাপত্তা ইস্যু, সন্ত্রাস দমন, রোহিঙ্গা সমস্যা, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, পুলিশ সংস্কার, সীমান্ত পরিস্থিতি, সংখ্যালঘু ইস্যু এবং কৃষি খাতে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী চার্জ দ্য অ্যাফেয়ার্সকে স্বাগত জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। প্রতি বছর অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যায়। সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম সরবরাহে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।”

সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। এটি ভারতীয় মিডিয়ার অপপ্রচার। আমরা ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকার ভোগ করছে। ৫ আগস্টের পর যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে, ধর্মীয় কারণে নয়।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সের জিজ্ঞাসার জবাবে উপদেষ্টা জানান, “সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। আগামী মাসে দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।”

চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও সন্ত্রাস দমন ইস্যুতে চলমান সর্বোচ্চ সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের দেশে ফিরে নিজ দায়িত্বে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি