সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন: উপদেষ্টা


এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন: উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০২৫

এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার। তিনি বলেন, যদি প্রক্রিয়াগত আইন-কানুন সঠিকভাবে প্রয়োগ করা হয়, তবে অর্থনৈতিক সংস্কার কঠিন হবে না। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারে কমিশন গঠন করেছে, কিন্তু অর্থনীতির সংস্কারে কোনো কমিশন গঠন হয়নি। অর্থনীতিবিদরা এ বিষয়ে কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

অর্থনৈতিক সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, “আমরা বর্তমানে সংস্কারের কথা বলছি, কিন্তু আমার মতে, এখনই সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার। যদি আমরা এটি করতে না পারি, তবে অর্থনৈতিক সংস্কার করা হবে কঠিন। তবে এটি আবার সহজও হতে পারে। কঠিন এ কারণে যে এখানে অনেক মৌলিক আইন-কানুন রয়েছে, কিন্তু প্রক্রিয়াগত আইন-কানুনগুলো সঠিকভাবে ও স্বচ্ছভাবে প্রয়োগ করা গেলে এই সংস্কার কঠিন হবে না। সিস্টেম রয়েছে, তবে আমরা তা সঠিকভাবে ব্যবহার করছি না।”

তিনি রাজস্ব আদায় ও ব্যবস্থাপনায় দেশের অগ্রগতি সম্পর্কে বলেন, “আমরা মোটামুটি এগিয়ে আছি, তবে প্রযুক্তিগত এবং প্রক্রিয়াগত দিক থেকে কিছুটা পিছিয়ে আছি। আমাদের আধুনিক যুগে প্রবেশ করতে হবে।” রাজস্ব ব্যয়ের বিষয়ে তিনি বলেন, “রাজস্ব ব্যয় নির্বিচারে করা যাবে না। আমাদের রাজস্ব আয় ও ব্যয় উভয়ই যৌক্তিক হতে হবে, যা সবার আকাঙ্ক্ষা।”

কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “রাজস্ব আহরণে সহায়তা করুন, তবে জোর করে টাকা আদায় করা যাবে না।”

এদিকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আশা করি আমাদের ইতিবাচকভাবে দেখবেন। সবকিছু খারাপ নয়, সবকিছু ভালোও নয়। পেঁয়াজের দাম কমেছে, আলুর দাম কমেছে, তবে চালের দাম বেড়েছে। সব জিনিসের দাম একত্রে কমে যাওয়া কোনো দেশে দেখা যায়নি। তবে, জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, কারণ পণ্যের দাম অনেকের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।”

অনুষ্ঠানে এনবিআর সদস্য হোসেন আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “ভবিষ্যতে কাস্টমস সেবা প্রদান স্বয়ংক্রিয়ভাবে হবে, যেখানে ডাটা এনালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ব্যবহার ঝুঁকি ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর করবে।”

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, “ভ্যাট ও ট্যাক্স বাড়ানোর আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া উচিত, যাতে তারা কর আদায়ে অংশীদার হতে পারে।”

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সভায় সভাপতির বক্তব্যে বলেন, “কাস্টমসকে শুধু রাজস্ব আদায়ের যন্ত্র হিসেবে নয়, দেশীয় শিল্প রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেও ব্যবহার করা হচ্ছে।”

তিনি আরও জানান, “প্রায় ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন, এবং আশা করছি এই সংখ্যা ১৪ লাখে পৌঁছাবে। আগামী ৩১ জানুয়ারি আয়কর রিটার্ন দেওয়ার শেষ দিন। তারপরেও অনলাইনে রিটার্ন দেওয়া যাবে, তবে এতে কিছু জরিমানা যোগ হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি