ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একাডেমি কাপ টি- টেন ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা টাইগারস ক্রিকেট একাডেমিকে হারিয়ে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার (২৬ জানুয়ারি) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সারাদিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্ট চারটি দল অংশগ্রহণ করে।
সকাল ৯ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, আহ্বায়ক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি।
নকআউট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লাতে টাইগারস ক্রিকেট একাডেমি ৯ উইকেটে ক্রিকেট স্কুল কুমিল্লাকে হারিয়েছে । প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট স্কুল কুমিল্লা ১০ ওভারে ৫০ রান করেন। দলের পক্ষে আরিফুল সর্বোচ্চ ২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় কুমিল্লা টাইগারস ক্রিকেট একাডেমি। এ খেলায় নিলয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি ৯ উইকেটের ব্যবধানে ইউনিটি ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। এ খেলায় প্রথমে ব্যাট করে ইউনিটি ক্রিকেট একাডেমি ১০ ওভারে ৪২ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন নাজমুল। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি ৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।
বিকেলে ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি ৯ উইকেটে ৬৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে স্টার ক্রিকেট একাডেমি সাত ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেন।
ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমির খেলোয়াড় আসিফ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম উল্লাস, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও জেলা ক্রিকেট কোচ মোবাল্লেগ জেমস, কোচ জাহান।