কুমিলা নগরীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ১০
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।
২৪ শে জানুয়ারি গভীর রাত থেকে ২৫ শে জানুয়ারি রাত পর্যন্ত একাধিক অভিযানে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প এর উদ্যোগে অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুরী এলাকার আবির হামিদ মাহি(২১), ছোটরা ঈদগাহ এলাকার মোঃ সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার মোহাম্মদ আলী(২৪), মোঃ সাব্বির হোসেন(২১), ঝাউতলা এলাকার মোঃ জাবেদুর রহমান(২৯), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার(৩০), বুড়িচং উপজেলার সাধবপুরের মোঃ আবুল খায়ের(৩৯), ধর্মসাগর পাড় এলাকার মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে মোঃ অপু(৪২) ও কালিয়াজুরী এলাকার মোঃ রাকিব (২১)।
এ সময় তাদের কাছ থেকে ৯ মিঃ মিঃ পিস্তল ০১ টি, ১ রাউন্ড পিস্তল বুলেট, একটি রিভলবার, ৩টি শর্ট গান, একটি ৫ ফুট রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশিয় রামদা, একটি
দেশীয় চাকু, ৯ রাউন্ড শর্ট গানের বুলেট ও ৩ রাউন্ড রিভলবার বুলেট উদ্ধার করা হয়।