কুবিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’ প্রতিবছরের ন্যায় এবারও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯ টা থেকে কুমিল্লা শহরের রেলওয়ে স্টেশন ও রাস্তার পাশের ৭০ জন অসহায় মানুষকে এসোসিয়েশনের সভাপতির নেতৃত্ত্বে অন্যান্য সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেন।
জানা যায়, বিভিন্ন হল, মেস ও সাধারণ শিক্ষার্থীদের থেকে ৫ বস্তা পুরাতন শীতবস্ত্র এবং নতুন গরম কাপড় সংগ্রহ করে এই সংগঠনটি ধারাবাহিকভাবে প্রতিবছর মানবিকতার জায়গা থেকে এধরণের সামাজিক কাজ করে থাকেন।
সভাপতি মুহসিন জামিল বলেন, “জালালাবাদ এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় কাজ করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সদস্যদের দের প্রচেষ্ঠায় বিভিন্ন মাধ্যমে শীতবস্ত্র সংগ্রহ করে সাধ্যমতো তা বিতরণ করা হয়েছে। আমি প্রত্যাশ্যা করি অদূর ভবিষ্যতে ও যে কোনো ইতিবাচক কার্যক্রমে সংগঠন টি সর্বদা যুক্ত থাকবে।”
উল্লেখ্য, প্রতিষ্ঠার ঊষালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কাজে সংগঠনটি অবদান রাখছেন।