শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতি রোধে ডিজিটাল সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা


দুর্নীতি রোধে ডিজিটাল সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২৫

দুর্নীতি রোধে ডিজিটালদুর্নীতি রোধে ডিজিটাল সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ডিজিটাল সেবায় দুর্নীতির সুযোগ কমিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার রাজধানীতে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা অ্যাপোস্টিল কনভেনশন বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বোচ্চ পর্যায়ের সায় ছিল বলেই আমাদের ব্যাংকগুলোতে চুরি হয়েছে। দুর্নীতির কারণে যখন আমাদের দেশের এমপি বিদেশে জেল খাটে, তখন সেখানে বাংলাদেশিরা ইমেজ সংকটে পড়েন।

তিনি বলেন, নিজেদের সার্বিক কাজই বিশ্বে দেশের ইমেজ রক্ষা করবে। তাই দুর্নীতির সুযোগ যাতে না থাকে, সেই বিষয়ে লক্ষ‍্য রেখেই সব কাজ করতে হবে।

তৌহিদ হোসেন বলেন, দুর্নীতি ছাড়া ‘মাই গভ’ অ্যাপটি পরিচালনা করতে পারলে দেশের ভাবমূর্তি সমুন্নত হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি