শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হবে: প্রেস সচিব


প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হবে: প্রেস সচিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২৫

নির্বাচনের তারিখপ্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হবে: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:

দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করার মধ্যদিয়ে নির্বাচনের পথে হাঁটার জন্য দেশের রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসছে। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে সংস্কার কার্যক্রমের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন তাদের বিচার না হবে, ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না।

এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে। আমরা তাদের বলবো ভুল সংশোধন করতে। সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি