শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সীমান্ত নীতিতে কঠোর অবস্থান, ভারতের জন্যও ছাড় নেই: বিজিবি প্রধান


সীমান্ত নীতিতে কঠোর অবস্থান, ভারতের জন্যও ছাড় নেই: বিজিবি প্রধান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২৫

সীমান্ত নীতিতেসীমান্ত নীতিতে কঠোর অবস্থান, ভারতের জন্যও ছাড় নেই: বিজিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, সীমান্ত হত্যা এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বিজিবির ডিজি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যে বিষয়গুলোতে আমরা বঞ্চিত হয়েছি বলে মনে করছি, সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। এই সমস্যাগুলো কূটনৈতিকভাবে সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। সীমান্ত হত্যা এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা, কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বখস চৌধুরীও উপস্থিত ছিলেন।

আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি