শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


দুই সংগঠনের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০২৫

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উত্তরবঙ্গ ছাত্র পরিষদ এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার সামাজিক সেবা সংগঠন ‘ফ্রেন্ডস ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলার চরসাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বুধবার (২৯ জানুয়ারি) দ্বিতীয় ধাপে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কুবি’র উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, উত্তরবঙ্গে শীতের প্রকৃত চিত্র ফুটে ওঠে। শীত শেষের দিকে থাকলেও এখনো তীব্র ঠান্ডা চলছে। এ অবস্থায় আমরা শীতার্তদের মাঝে ১৫টি লেপ, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কম্বল ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। শেষে পরিবেশ সচেতনতা তৈরিতে বৃক্ষরোপণ করা হয়।

উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সভাপতি নাঈম আহমেদ বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের উপকারে আমরা সোচ্চার। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। সকলের সহযোগিতায় আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

এ আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি