রবিবার,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণতর শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান


কুমিল্লায় ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণতর শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লায় ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণতর শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানে বিভিন্ন কালারের বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন ‌। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের
সহ সভাপতি জুয়েল আহমেদ রানা, উপদেষ্টা মোকলেসুর রহমান আবু ও রাজা ।

অতিথিরা প্রশিক্ষণরত শিক্ষার্থীদের বেল্ট পরিয়ে দেন।

বেল্ট প্রাপ্তরা হলেন, দেবত্ব গোস্বামী দেবু ( ব্ল্যাক বেল্ট ), মোহাম্মদ সাইফ হাসান ( ব্ল্যাক বেল্ট ), রমজান চৌধুরী শ্রাবণ (ব্ল্যাক বেল্ট ), উম্মে হাবিবা (ব্ল্যাক বেল্ট), রোকসানা আক্তার রিম (ব্ল্যাক বেল্ট) , নাফিউল ইসলাম (ব্রাউন বেল্ট), মোহাম্মদ কিবরিয়া (কমলা বেল্ট), মোহাম্মদ শরীফ হোসেন ফয়সাল (কমলা বেল্ট ), মোঃ শহিদুল্লাহ তানভীর (কমলা বেল্ট), অনজিলা সাবা (কমলা বেল্ট), নুয়াইরা ফেরদৌস (কমলা বেল্ট ), অহমিলা ইসলাম আয়লা (কমলা বেল্ট), মোহাম্মদ সাইমন (কমলা বেল্ট ), অপপিয়া তাহা (কমলা বেল্ট ), আরিফা ইসলাম আদিলা (কমলা বেল্ট ), উম্মে আইয়ান জেবিন (হলুদ বেল্ট ) ও আশরাফুল ইসলাম আলভী (হলুদ বেল্ট) ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এবং আন্তর্জাতিক কারাতে কোচ সেন্সি মোহাম্মদ নুর আলম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি