শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নিষিদ্ধ ছাত্রলীগের প্রোগ্রাম হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিএমপি কমিশনার


নিষিদ্ধ ছাত্রলীগের প্রোগ্রাম হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিএমপি কমিশনার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগেরনিষিদ্ধ ছাত্রলীগের প্রোগ্রাম হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব সময় এ বিষয়ে কাজ করছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তারা কোনো প্রগ্রাম করলে ব্যবস্থা নেওয়া হবে।’

বইমেলা নিয়ে কোনো আশঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘মেলায় ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, সিটিটিসিসহ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি