আমরা চাই না, ভারতের বিজেপির মতো সাম্প্রদায়িক দল বাংলাদেশে ক্ষমতায় আসুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আন্দোলন-সংগ্রামে মৌলবাদীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা চাই না, ভারতের বিজেপির মতো মৌলবাদী দল বাংলাদেশে ক্ষমতায় আসুক। বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য জাতিকে সজাগ থাকতে হবে।’
আজ শুক্রবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী হাফেজিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা মিলনায়তনে জাতীয় কোরআন তেলওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যারা দ্রুত নির্বাচন চায় না, তারা গত ১৫ বছরের আন্দোলন ও শহিদের রক্তের সঙ্গে বেইমানি করছে। বাংলার জনগণ তা মেনে নেবে না। এই সরকারকে নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। এই সরকার ব্যর্থ হলে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু ছফা, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক প্রমুখ।