শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


সারজিস আলম বিয়ে করলেন, শুরু হলো নতুন জীবন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২৫

সারজিস আলমসারজিস আলম বিয়ে করলেন, শুরু হলো নতুন জীবন

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে পাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই পোস্টে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

এই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে।

পোস্টের কমেন্টে অনেকেই সারজিস আলমকে শুভ কামনা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি