শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


আসন্ন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২৫

আসন্ন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশআসন্ন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

রমজান আসতে এখন খুব বেশি দেরি নেই। ১৪৪৬ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১ বা ২ মার্চ থেকে রমজান শুরু হতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন গত ২৭ জানুয়ারি ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে।

সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট নির্ধারণ করা হয়েছে।

তবে দেশের বিভিন্ন অঞ্চলের জন্য ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে দীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি