তারুণ্য উৎসব ২০২৫ উপযাপন উপলক্ষে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উদ্বোধন হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক, কুমিল্লা শাখার এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মোঃ মাহবুব মোর্শেদ । এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস, অনিরুদ্ধ আইচ বগলু, ইমন, আল-আমিন।
উদ্বোধনী খেলায় কুমিল্লা মডার্ন হাই স্কুল ৭ উইকেটে কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে হারিয়েছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাটিং করে ১৮.৫ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যান। জবাবে কুমিল্লা মডার্ন হাই স্কুল ৩ উইকেট হারিয়ে জয়ের প্রান্তে পৌছে যান । খেলায় রুহিত ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ।
এ টুর্নামেন্ট কুমিল্লা জেলার ৮ টি স্কুল অংশগ্রহণ করছে।