‘শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে’
জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল এবং সানজিদুল ইসলাম ইমনসহ অন্যান্য শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি দাবি করেন যে গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এসময় তিনি আরও জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান চালাচ্ছে।
রেজাউল করিম মল্লিক বলেন, দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় ৫ জন এবং তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনসহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।