শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লা পর্যায়ে ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০২৫

কুমিল্লা পর্যায়ে ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

হাবিবুর রহমান মুন্না:

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের (কুমিল্লা জোন) উদ্বোধন হয়েছে। প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল করিম, কুমিল্লা- নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সির রিজিওনাল হেড মোঃ সফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, অ-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির সদস্য রকিবুল ইসলাম, রাহাত মিতু,মাহমুদুর রহমান, ইকবাল বাহার, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন, সাবেক ক্রিকেটার উল্লাস প্রমুখ।

কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ২-১ গোলে চাঁদপুর জেলাকে হারিয়েছে। কুমিল্লা জেলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল আলম তুহিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি