বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন


প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২৫

প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচারবিভাগপ্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিস্তারিত এখনো জানা যায়নি, তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগেই জানা গিয়েছিল।

গত ৮ আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন ইতোমধ্যে গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, “আমাদের প্রতিবেদন গত মাসেই জমা দেওয়ার কথা ছিল, তবে মাঠ পর্যায়ে গিয়ে জনগণের মতামত সংগ্রহ করায় কিছুটা সময় লেগেছে। প্রতিবেদনটিতে ১০০টিরও বেশি সুপারিশ রয়েছে।”

গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়, পরে সদস্য সংখ্যা তিনজন বাড়ানো হয়। কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে বলা হলেও, সময়সীমা তিন দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই প্রতিবেদন জমা দেওয়া হলো।

অন্যদিকে, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার লক্ষ্যে ৩ অক্টোবর প্রধান উপদেষ্টার অনুমোদনে বিচারবিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশনও তাদের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি