বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুবিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ধামাইল উৎসবের আয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০২৫

কুবিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ধামাইল উৎসবের আয়োজন

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে ঐতিহ্যবাহী ধামাইল গান ও নাচের আয়োজন করা হয়।

বৃ্‌হস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।

জানা যায়, এটি বৃহত্তর সিলেট অঞ্চলের লোকসংগীত ও লোকনৃত্য। রাধারমণ দত্তের সৃষ্টি হিসেবে ধরে নেয়া এই ঐতিহ্য সিলেট অঞ্চলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, সাবেক সভাপতি শাহ সামিন সাদী এবং এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সহকারী অধ্যাপক হাসেনা বেগম বলেন, জালালাবাদ এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে সিলেটের ঐতিহ্য তুলে ধরতে প্রতিবছর ঐতিহ্যবাহী ধামাইল উৎসবের আয়োজন করা হয়, এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন। এই উৎসব পালনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সিলেটের শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য রক্ষা, নিজেদের মা ও মাটির স্পর্শ নেয়ার চেষ্টা করে। আশাকরি, সিলেটের যে স্বতন্ত্র ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে তা এরকম আয়োজনের মধ্য দিয়েই চর্চা হতে থাকবে।

সভাপতি মুহসিন জামিল বলেন, জালালাবাদ এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর সিলেটের নিজস্ব সংস্কৃতি চর্চার অংশ হিসেবে ধামাইল উৎসবের আয়োজন করে। এতে করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও সিলেটের যে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে তা সম্পর্কে জানতে পারে। এছাড়াও সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নিজেদের মধ্যকার আন্তঃসম্পর্ক বৃদ্ধি পায়।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে বারবিকিউয়ের আয়োজনও করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি