বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


অযৌক্তিক দাবির বিরোধিতা করে কুমিল্লা মেডিকেল শিক্ষার্থীদের ৫ দফা ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০২৫

অযৌক্তিক দাবির বিরোধিতা করে অযৌক্তিক দাবির বিরোধিতা করে কুমিল্লা মেডিকেল শিক্ষার্থীদের ৫ দফা ঘোষণা

হাবিবুর রহমান মুন্না:

ম্যাটসদের অযৌক্তিক ৪ দফা দাবি এবং স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরের অন্যায্য, অন্যায় অপরিপক্ক সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তার ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মেডিকেল কলেজ প্রঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে ৫টি দাবি উপস্থাপন করেন এ শিক্ষার্থীরা। তাদের এ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন- ডাক্তার সাইফুল ইসলাম রাহি, তারিকুল হক উমাম, ফজলে রাব্বি ও হাসান বিন সালেহ। মেডিকেলের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মিরাজ, আব্দুল মান্নান, আরিফুল, হাসান, জোবায়ের, মারুফ হাসান, আসিফ মোস্তফা, ইসলাম ও খালেদ বিন ওয়ালিদ।

এ সময় বক্তারা তাদর বক্তব্যে বলেন, দেখা গেছে এসএসসি পাশ করে একজন শিক্ষার্থী ম্যাটসে ভর্তি হয়ে ডাক্তার হয়ে যায়। আর অন্য একটি শিক্ষার্থী হাজার খানিক পরীক্ষা দিয়ে এমবিবিএস পড়ে ডাক্তার হয়। শুধু তাই নয় আবার দেখা যায় সাইন্স ব্যাকগ্রাউন্ড না থেকেও সামান্য একটি কোর্স করে তারা ডাক্তার হয়ে যায়। যে বিমান চালায় সেও চালক আবার যে রিক্সা চালায় সেও চালক। দু’জনের মধ্যে তফাত দেখুন। ম্যাটসদের ৪ দফা অযৌক্তিক। তারা যদি তাদের পরিবারের পিতা মাতার অপারেশন করতে পারে? আসুন আমরা গোল টেবিলে বসে আলোচনা করি।

স্বাস্থ্য উপদেষ্টাকে হুশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের ৫ দফা দাবি না মানলে আগামী এক সপ্তাহ মেডিকেলের সকল কার্যক্র বন্ধ থাকবে। প্রয়োজনে শাটডাউনও করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি