বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুবির দত্ত হলে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০২৫

কুবির দত্ত হলে সাংস্কৃতিক সন্ধ্যাকুবির দত্ত হলে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সপ্তাহব্যাপী অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় হলের টিভি রুমে এ অনুষ্ঠান শুরু হয়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য  অধ্যাপক ড. মো. হায়দার আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রভোস্ট ড. সুমাইয়া আফরিন সানি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর মো. সাইফুল ইসলাম ও মো. আল-আমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধক্ষ্য মো: জিয়া উদ্দিন জানান, ‘আমরা সপ্তাহব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। যেখানে হলের সকল আবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে হলের অ্যালামনাই এসোসিয়েশনকে অ্যাক্টিভ করার চেষ্টা করবো। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক একটি ভয়াবহ আকার ধারন করেছে। আমরা অন্ততপক্ষে শিক্ষার্থীদের মাদক থেকে কিভাবে দূরে রাখা যায় এবং ভাল কিছু দিয়ে ব্যস্ত রাখা যায় তার জন্য ব্যাটমিনটন মাঠ করেছি এবং হলের বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছি। হলের রুমগুলোতে পরিদর্শন বাড়িয়েছি এতে শিক্ষার্থীরা মাদক থেকে কিছুটা দূরে সরে এসেছে বা হলে মাদক সেবন করতে পারছে না। প্রাধাক্ষ্য আরো জানান, আমি হলের আবাসিক শিক্ষার্থীদের সাপোর্ট পেয়েছি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবসময় আমার অনুকূলে ছিল। স্বল্প বাজেটের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের ভাল কিছু উপহার দেওয়া যায় সেটা চেষ্টা করেছি।’

অনুষ্ঠানের প্রধান অতিথি কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত হওয়া থেকে বিরত রাখে। তোমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছো এটা খুব ভালো। তোমরা লেখাপড়ায় মনোযোগী হও যেন ভালো রেজাল্ট করে মা-বাবার মুখে হাসি ফোটাতে পারো’। তোমাদের হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যদি না থাকে তাহলে তোমরা অ্যাসোসিয়েশন গঠন করবা। আমি আশা করবো ক্রীড়া প্রতিযোগিতার সেকেন্ড স্টেজে ইন্টার হল প্রতিযোগিতার আয়োজন করা হবে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি