চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে: উপদেষ্টা
চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি দায়িত্ব পালনকালীন সময়ের মধ্যেই এসব সমস্যা সমাধানে কাজ শুরু করার প্রত্যাশাও প্রকাশ করেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের চলচ্চিত্র ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ফারুকী বলেন, ‘বাংলাদেশে অনুদানের মাধ্যমে তৈরি চলচ্চিত্র সাধারণ মানুষ দেখে না।’ তিনি মনে করেন, রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে ফান্ড গঠন করে চলচ্চিত্র নির্মাণ করা উচিত।
তিনি আরও বলেন, ‘দেশে একটি নতুন প্রজন্ম গড়ে উঠেছে যারা সংস্কৃতিমনা এবং রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই বড় হয়েছে।’ তিনি উল্লেখ করেন যে, এই নতুন প্রজন্ম ব্যক্তিগত উদ্যোগেই গল্প বলার দিকে এগিয়ে যাচ্ছে।