বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


‘দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০২৫

‘দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে’‘দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে’

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা এখনও সহনীয় পর্যায়ে আসেনি। তবে দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোন জনতা কীসের জন্য মব করছে, সেটা দেখতে হবে। তবে দুর্নীতি কমানো গেলেই সব সেক্টরের উন্নতি সম্ভব।

তিনি আরও বলেন, গত ৫৩ বছরে পুলিশকে এভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি, যা অন্তর্বর্তী সরকার করেছে। চ্যানেল-২৪সহ যেসব মিডিয়া দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি