কুবির মার্কেটিং বিভাগের বসন্ত উৎসব
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব ও ভলিবল চ্যাম্পিয়ন উদযাপিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র্যালির মাধ্যমে বসন্ত উৎসব ও ভলিবল চ্যাম্পিয়ন উদযাপন শুরু হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাস গেট প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠা ও খাবারের স্টল বসানো হয়। এছাড়াও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানের আয়োজন করা হয়। এরপর খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের কো-অর্ডিনেটর মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমাম উদ্দিন বলেন, “বিভাগের সবার অংশগ্রহণ ও সদিচ্ছার কারণে আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। সবার মধ্যে যে উৎসবের আমেজ, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হচ্ছে। এটি আমাদের প্রথমবারের মতো আয়োজন। আমি চাই আমাদের বিভাগ এই আয়োজনের ধারা অব্যাহত রাখুক, যাতে আমরা ক্যাম্পাসে সাংস্কৃতিকভাবে সৌন্দর্য ছড়িয়ে দিতে পারি।”
উল্লেখ্য, এবছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ (ছাত্র)।