বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুবিতে চলছে শহীদ আবদুল কাইয়ুম স্মৃতি বইমেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২৫

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) চলছে তিন দিন ব্যাপী ‘শহিদ আবদুল কাইয়ুম স্মৃতি বইমেলা’। ‘নতুন সূর্যোদয়’ নামক সংগঠন কতৃক আয়োজিত এ বইমেলা চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। সাথে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান। তিনদিন ব্যাপী এ বইমেলা শিক্ষার্থীদের বই ও জ্ঞানচর্চার প্রতি উদ্ধুদ্ধ করতে সহায়তা করবে।

এ বিষয়ে নূর মোহাম্মদ পরশ নামক একজন পাঠক মন্তব্য করেন‚ ‘যুগের সাথে তাল মিলাতে গিয়ে বর্তমানে শিক্ষার্থীরা বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য মাধ্যমে আসক্ত হয়ে যাচ্ছে। ফলে বইয়ের সাথে তাদের সম্পর্ক কমে যাচ্ছে। তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে বইয়ের গুরুত্ব আছে। এ ধরনের বইমেলা সবাইকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলে। বইমেলা শিক্ষার্থীদের নতুন বইয়ের প্রতি কৌতুহল সৃষ্টি করে সবাইকে পাঠক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।’

এ বিষয়ে বিক্রেতা ফাইনান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাইদুল হাসান বলেন‚ ‘আমি কুবি বুকশপের স্বত্ত্বাধীকারি। এ ধরনের বইমেলা কুবিতে বেশি বেশি হওয়া প্রয়োজন। নতুন সূর্যোদয়ের আয়োজন চমৎকার। আশা করছি বইমেলার আয়োজন সামনে আরো হবে। এ ধরনের বইমেলার ক্যাম্পেইন, প্রচার ও প্রসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উদ্যোগ নেয়ার দরকার। এতে করে এটার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, এবং সবাইকে জ্ঞান অন্বেষণে আগ্রহী করে তোলবে।’

এ বিষয়ে বইমেলার আয়োজক গণিত বিভাগের শিক্ষার্থী আমান আব্দুল্লাহ তারেক বলেন‚ ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণার্থে কাজ করার জন্য অরাজনৈতিক একটি প্লাটফর্ম খুলার চেষ্টারত আছি। আমরা শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন বিষয়ে কাজ করছি। এখন একটি বইমেলার আয়োজন করেছি যেন শিক্ষার্থীরা বইয়ের আলোয় আলোকিত হতে পারে এবং তাদের মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা বাড়ে। আমরা ভালোই সারা পাচ্ছি সকলের কাছ থেকে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা ৭ দিন অথবা মাসব্যাপীও বইমেলার আয়োজন করার পরিকল্পনা করেছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি