যুক্তরাজ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গঠন
ফয়সাল মিয়া, কুবি:
যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের মাহবুবুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের পঞ্চম ব্যাচের শাকিলা আক্তার মেরি।
গত ১১ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের পরামর্শে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন কমিটির প্রচার সম্পাদক, পদার্থবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী শাহরিন রুকাইয়া।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. আখতার হুসাইন (অর্থনীতি, ৫ম ব্যাচ) ও মো. মহিবুল্লাহ (নৃবিজ্ঞান, ৬ষ্ঠ ব্যাচ), যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার (হিসাববিজ্ঞান, ৭ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মো. রাসেল খান (লোকপ্রশাসন, ৮ম ব্যাচ), অর্থ সম্পাদক রাশেদুল গনি (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১০ম ব্যাচ) এবং প্রচার সম্পাদক শাহরিন রুকাইয়া (পদার্থবিজ্ঞান, ৯ম ব্যাচ) ও ঐর্শী বিনতে মুর্শেদ (প্রত্নতত্ত্ব, ১১তম ব্যাচ)।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক শাকিলা আক্তার মেরি বলেন, “আমরা যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আবেদন প্রক্রিয়া, ভিসা, জীবনযাপন ও একাডেমিক প্রস্তুতিতে সহায়তা করাই আমাদের লক্ষ্য।”
সংগঠনের সভাপতি মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “নতুন দেশে এসে একাডেমিক, আবাসন ও চাকরি সংক্রান্ত সহায়তা প্রয়োজন হয়। পাশাপাশি সাংস্কৃতিক পার্থক্যের সঙ্গে মানিয়ে নেওয়ারও প্রয়োজন পড়ে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একে অপরের পাশে থাকব।”