বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ক্যাম্পাস » শিক্ষার্থীদের জন্য বন্ধ, পর্যটকদের জন্য খোলা কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া


শিক্ষার্থীদের জন্য বন্ধ, পর্যটকদের জন্য খোলা কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০২৫

শিক্ষার্থীদের জন্য বন্ধ, পর্যটকদের জন্য খোলা কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াশিক্ষার্থীদের জন্য বন্ধ, পর্যটকদের জন্য খোলা কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রতি শনিবার শিক্ষার্থীদের জন্য বন্ধ রাখা হলেও পর্যটকদের জন্য খোলা রাখার অভিযোগ উঠেছে। এছাড়া ক্যাফেটেরিয়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের রয়েছে নানা অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী দৈনন্দিন খাবারের জন্য ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল। তবে প্রতি শনিবার ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকলেও বিভিন্ন সময় এই দিনটিতে পর্যটকদের জন্য ক্যাফেটেরিয়া খোলা রাখা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায়ই বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন এবং তাদের খাবারের জন্য এই ক্যাফেটেরিয়া উন্মুক্ত রাখা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের প্রয়োজন মেটানোর জন্য স্থাপন করা হয়েছে, তাই তাদের খাদ্য নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। যেখানে তারা নিজেরাই খাবারের জন্য সমস্যায় পড়ছেন, সেখানে বাইরের পর্যটকদের জন্য ক্যাফেটেরিয়া খোলা রাখা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে সপ্তাহের প্রতিদিন খোলা রাখা উচিত।

বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, “শনিবারে ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আমরা অনেক সমস্যায় পড়ি। হল বা ক্যাম্পাসের আশেপাশে মানসম্মত খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাইরে থেকে খাবার আনতে হয়, যা ব্যয়বহুল এবং অনেক সময় স্বাস্থ্যসম্মতও নয়।”এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্যাফেটেরিয়া খোলা রাখার বিষয়ে একটি কার্যকর সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক মান্নু মজুমদারের অনুপস্থিতিতে ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে থাকা শরিফুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়ার পরিষ্কার ও সংস্কারের জন্য প্রতি শনিবার বন্ধ রাখা হয়। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অতিথি আসলে তাদের অনুরোধে আমরা শনিবারে ক্যাফেটেরিয়ায় পর্যটকদের জন্য খাবার তৈরি করে দিয়ে থাকি। কিন্তু সরেজমিনে দেখা যায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন স্থানে ঘুরতে আসা পর্যটকদের খাবার রান্না করা হয়।

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, বন্ধের দিনে পোষায় না তাই বন্ধ রাখতে হয়৷

এ বিষয়ে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো.আবদুল্লাহ আল মাহবুব বলেন, বিষয়টা আমার জানা ছিল না। আমি আগামীকাল যারা ক্যাফেটেরিয়ার দায়িত্বে আছে তাদের সাথে সরাসরি কথা বলবো। এছাড়া শীঘ্রই আমরা ক্যাফেটেরিয়ার জন্য নতুন টেন্ডার আহ্বান করবো। আশা করছি তখন সকল সমস্যা সমাধান হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি