মঙ্গলবার,১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে চালবোঝাই ট্রাক ডাকাতি, গাজীপুরে উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে চালবোঝাই ট্রাককুমিল্লার চৌদ্দগ্রামে চালবোঝাই ট্রাক ডাকাতি, গাজীপুরে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশারাই এলাকায় পুলিশ সদস্য সেজে ৩০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক ডাকাতি হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খালি ট্রাকটি গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ।

ট্রাক ডাকাতির ঘটনায় ট্রাকের মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় সাদ্দাম হোসেন উল্লেখ করেন, ১৪ জানুয়ারি বগুড়ার রেলগেটের তিন মাথা এলাকা থেকে কিবরিয়া ট্রেডার্স অটো রাইস মিলে ১৫০০ টন (৩০০ বস্তা) চাল, যার বাজারমূল্য ৮ লাখ টাকা, নিয়ে ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-২২-৮৫১৯) কক্সবাজারের উদ্দেশে রওনা দেন চালক মিরাজুল ইসলাম বাবু। ১৫ জানুয়ারি ভোরে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরাশানি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য সেজে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর চালক মিরাজুল ইসলাম ও সহকারী রবিউল ইসলামকে হাত-পা ও চোখ বেঁধে দৈলবাড়ী এলাকায় ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে উধাও হয়ে যায়।

পরে চালকরা কৌশলে এসে মোবাইল ফোনে তাকে বিষয়টি জানান। এ ঘটনায় তিনি ১৭ জানুয়ারি অজ্ঞাতপরিচয় ডাকাতদলের বিরুদ্ধে মামলা করেন। ট্রাক চালক মিরাজুল ইসলাম বাবু বলেন, ‘আমরা বগুড়া থেকে চালবোঝাই করে কক্সবাজারের উদ্দেশে রওনা হই। ১৫ জানুয়ারি ভোরে মহাসড়কের মিরশানি এলাকায় পৌঁছালে একটি হাইয়েস আমাদের ট্রাকের গতিরোধ করে। হাইয়েস থেকে ৩-৪ ব্যক্তি পুলিশের পোশাক পরা ও হাতে পিস্তল নিয়ে আমাকে ট্রাক থেকে নামতে বলে। এ সময় তারা বলে আমার ট্রাকের ভেতরে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। গাড়ির কাগজপত্র দেখাতে বলেন। আমি কাজগপত্র দেখাইতে চাইলে তারা আমি এবং আমার সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তাদের ব্যবহৃত হাইয়েসে তুলে চোখ এবং হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতদল আমাদের দৈলবারী স্কুলের সামনে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘৩০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতরা নিয়ে যায়। এ ঘটনায় মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার ভোরে ডাকাতি হওয়া ট্রাকটি খালি অবস্থায় গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাহাদুরপুর বিম বাজার হতে বাংলা বাজারমুখী রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকা ডাকাত দলের সদস্যদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি