বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের দাউদকান্দিতে মহাসড়ক অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২৫

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের দাউদকান্দিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ৭ কিলোমিটার এবং গৌরীপুর-হোমনা সড়কের এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গত শুক্রবার বখাটের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করায় বখাটের হাত শিক্ষক আব্দুর রহমান ঢালী হেনস্তার শিকার হয়েছেন। এর আগে মফিজুল ইসলাম নামে আরেক শিক্ষক লাঞ্চিত হয়েছেন। কোন সুষ্ঠু বিচার হয়নি। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম তালুকদার বলেন, আমাদের শিক্ষকের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দাড়িয়েছি। বিচারের দাবী এবং আর যেন কোন শিক্ষক কোথাও লাঞ্চিত হতে না হয় সেজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছি।

এ বিষয়ে শিক্ষক শিক্ষক আবদুর রহমান ঢালী বলেন, অমর একুশের অনুষ্ঠান শেষে দুই ছাত্রীকে আমি অটোরিকশায় উঠিয়ে দেই। ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে না পেরে হাটচান্দিনা গ্রামের বখাটে রনি তার সহযোগীদের নিয়ে গৌরীপুর বাজারে আমার ওপর আক্রমণ করে। এ সময় বাজারের লোকজন জড়ো হলে রনি দৌড়ে পালিয়ে যায়। আর ওনদিন স্থানীয় কয়েকজন বিচারের আশ্বাস দেয়ায় আমি কোন অভিযোগ করিনি। মানববন্ধন, বিক্ষোভ মিছিল বা মহাসড়ক অবরোধের বিষয়ে আমি কিছুই জানিনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, আমি অসুস্থ ছিলাম। স্কুলে যেতে পারিনি। শুনেছি মহাসড়ক অবরোধ করেছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শিক্ষক হেনস্থার ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। তারপরও বখাটে রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ না দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এভাবে মানববন্ধন বা বিক্ষোভ করা কতটা যুক্তিসঙ্গত!

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম যৌথবাহিনী সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দ্রুত ওই বখাটেদের গ্রেফতার করবো এবং তোমাদের দাবি-মেনে নেব। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি