ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস প্রকাশ করেছেন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে তিনি একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় ভূমিকা রাখবেন।”
তিনি আরও লিখেন, “আর আল্লাহ জানে, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।”
উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি একটি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। এই নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।