বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছে। দাম্পত্য জীবনের শুরুতে গোবিন্দ তার স্ত্রীকে সবাই থেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন, নায়কের বিয়ে সম্পর্কে জানলে ভক্তরা তার সিনেমা দেখবেন না এবং তার তারকা খ্যাতি কমে যাবে। তবে তিন বছর পর তিনি সবাইকে জানান যে তিনি বিবাহিত। এরপর দীর্ঘ সময় ধরে তারা একে অপরের পাশে থেকেছেন।
তবে এত বছরের দাম্পত্য জীবন সত্ত্বেও গোবিন্দ এবং সুনীতা একসঙ্গে থাকেন না। সম্প্রতি সুনীতা জানিয়েছেন, তাদের ছাদ আলাদা। তিনি তার দুই সন্তান নিয়ে ফ্ল্যাটে থাকেন, আর গোবিন্দ তার বাংলোয় একা থাকেন। সুনীতা এই তথ্য জানানোর পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠতে শুরু করে।
এবার সেই গুঞ্জন সত্যি হতে পারে বলে মনে হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দ এবং সুনীতা তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানতে চলেছেন। তারা দীর্ঘদিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসেবে পরিচিত ছিলেন। তবে এবার শোনা যাচ্ছে, গোবিন্দ এই বয়সে পরকীয়ায় জড়িয়েছেন।
এই বিষয়ে এখনও পর্যন্ত গোবিন্দ এবং সুনীতা নীরব রয়েছেন। শোনা যাচ্ছে, গোবিন্দ তার মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। এটি তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গোবিন্দ এবং সুনীতার দাম্পত্য জীবনে অশান্তির পেছনে আরও বেশ কিছু কারণ থাকতে পারে। গোবিন্দের দীর্ঘদিনের সহকারী শশী সিনহা বলেছেন, ‘কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। পরিবারের কিছু মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে সমস্যা শুরু হয়েছে। তবে গোবিন্দ এই বিষয়ে আর কিছু বলতে চান না। তিনি শিগগিরই একটি নতুন সিনেমার কাজ শুরু করবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’
অন্যদিকে, গোবিন্দের ভাগ্নি আরতি সিংহ এবং ভাগ্নে ক্রুষ্ণা অভিষেক এই বিচ্ছেদের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতি বলেন, ‘আমার মামা-মামির সম্পর্ক খুবই মজবুত, এমন কিছু হওয়া সম্ভব নয়।’ ক্রুষ্ণাও একই সুরে বলেন, ‘এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়।’
তবে শোনা যাচ্ছে, সুনীতা নিজেই গোবিন্দকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। বেশ কয়েক বছর ধরে তিনি তার সন্তানদের নিয়ে আলাদা থাকছেন। সুনীতা আগেই আশঙ্কা করেছিলেন যে এমনটা হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আগে আমাদের দাম্পত্য জীবন আমাকে সুরক্ষিত মনে হতো। কিন্তু এখন আর তা মনে হয় না। গোবিন্দের বয়স এখন ৬০-এর বেশি। আমি জানি না, কখন কী করবে।’
সুনীতা আরও বলেন, আগে গোবিন্দের কাজের ব্যস্ততা থাকায় পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা কম ছিল। কিন্তু এখন তিনি বেশি সময় বাড়িতে থাকেন, তাই সুনীতার আশঙ্কা, তিনি কিছু করে বসতে পারেন।