বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আবরার হত্যা: আসামিপক্ষে আর আদালতে লড়বেন না শিশির মনির


আবরার হত্যা: আসামিপক্ষে আর আদালতে লড়বেন না শিশির মনির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০২৫

আবরার হত্যা: আসামিপক্ষে আর আদালতে লড়বেন না শিশির মনির

ডেস্ক রিপোর্ট:

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে হাইকোর্টে আইনি লড়াই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মামলার আপিল শুনানি সম্পন্ন হয়েছে এবং এখন রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

এই মামলার আসামিদের পক্ষে দাঁড়ানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দাবি করেছেন, শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ছিলেন এবং জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। এছাড়া, আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। তাই আবরার হত্যা মামলার আসামিদের আইনজীবী হওয়া তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন সমালোচকরা।

তীব্র সমালোচনার মুখে শিশির মনির ঘোষণা করেছেন, তিনি ভবিষ্যতে এই মামলায় আর আইনি লড়াই করবেন না। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ হয়েছে, এখন রায়ের অপেক্ষা। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন নয়।”

তিনি আরও লেখেন, “আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। হাইকোর্টের রায় যাই হোক না কেন, আপিল বিভাগে আমি আর এই মামলার পক্ষে লড়ব না ইনশাআল্লাহ। এ বিষয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। আশা করি সবাই বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে গ্রহণ করবেন।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি