বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহাশিবরাত্রি পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহাশিবরাত্রি পালন

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মহাশিবরাত্রি পালন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অস্থায়ী প্রার্থনা কক্ষে সন্ধ্যা ৬ টার দিকে পূজা শুরু হয়।

এর আগে বিকাল ৪ টায় গীতাদান কর্মসূচির আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টায় দেবতা শিবের পঞ্চামৃত অভিষেক ও রাত সাড়ে ৮ টার দিকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এসময় কুবির বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি