বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলে গ্রেপ্তার করতে পারবে নৌ পুলিশ: উপদেষ্টা


ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলে গ্রেপ্তার করতে পারবে নৌ পুলিশ: উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০২৫

ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলে ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলে গ্রেপ্তার করতে পারবে নৌ পুলিশ: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানা গুনতে হবে। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। কোনো ধরনের অনিয়ম করলে নৌ পুলিশ গ্রেপ্তার করতে পারবে। নৌ বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে জলযানসমূহের সুষ্ঠু চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এসব তথ্য জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ রমজান থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার এবং তিনজন করে আনসার সদস্য থাকবে।

উপদেষ্টা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এ ছাড়া ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৫ রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজটমুক্ত রাখার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি