বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বারের ধামতীতে রাতের আধারে ইউপি চেয়ারম্যানের বসতঘর ভেঙ্গে নিয়ে গেল সাবেক এমপির লোকজন


দেবিদ্বারের ধামতীতে রাতের আধারে ইউপি চেয়ারম্যানের বসতঘর ভেঙ্গে নিয়ে গেল সাবেক এমপির লোকজন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২৫

দেবিদ্বারের ধামতীতে রাতের আধারে ইউপি চেয়ারম্যানের বসতঘর ভেঙ্গে নিয়ে গেল সাবেক এমপির লোকজন
স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়নে নানা পন্থায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ক্রয় করা বসতজমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন কবিরদের বিরুদ্ধে। ইতিপূর্বে অনেকবার তারা এ বছর জমিটি দখলের চেষ্টা করেছে। কখনো বসতজমির কলাগাছ কেটে নেয়া, বসতঘর কুপিয়ে ঘরের বাসিন্দাদের মারধর-মালামাল লুট, আবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আওয়ামী দোসর বানিয়ে ইউপি চেয়ারম্যানকে বির্তকিত করে তার ক্রয় করা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির ও মকবুল হোসেনদের বিরুদ্ধে। এবার মঙ্গলবার রাতের আধারে বসত জমির মধ্যে থাকা একটি ঘর পুরোটাই ভেঙ্গে তুলে নিয়ে গেছে হুমায়ুন কবিররা।

ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই মোঃ সোহরাব হোসেন জানান, আমার বড় ভাই ধামতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিগত ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া এলাকায় ৫২ শতক জায়গা হুমায়ুন কবির ও মকবুল হোসেনের কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করে এবং সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লক্ষ টাকার চেক তাদের প্রদান করেন। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদেরকে জায়গা ভোগ দখল বুঝাইয়া দিলে আমরা গত দুই বছর যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে সেখানে কলার বাগান করি। আমরা বহুবার তাদেরকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়া ‘অদ্যবধি তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেয়নি। চলতি বছরে দ্বাদশ সংসদ নির্বাচনের পরেই তারা বেপরোয়া হয়ে উঠে। তারা এমপি আবুল কালাম আজাদের অনুসারি ছিলেন। তারা আমাদের বসত জমির উপর থাকা একটি ঘর রাতের আঁধারেই পুরো গায়েব করে দিয়েছে। এর আগে আমাদের বায়না করা ৫২ শতক জমির ৫ পাঁচ শতাধিক কলা গাছ কেটে নিয়ে জমির চারপাশে তার কাটা বেড়া দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করে হুমায়ুন কবির ও তার সন্ত্রাসীরা । তারা এর আগেও ঘরটি ভাঙচুর করেছে।

স্থানীয় সূত্র জানায়, তারা পুরো বসত জমিটি দখল করে নিতে চায়। তারা প্রশাসন ও আদালতের নির্দেশও মানছে না।

স্থানীয় সূত্র জানায়, ঘর ভেঙ্গে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের মো: হুমায়ুন কবির, মহসিন, শরিফুল ইসলাম, আবু সাইদ, কাউসার আহমেদ মানিক, মো: খলিল ও আলামিন আলামিন প্রমূখ।

স্থানীয় একাধিক সূত্র জানান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠু আওয়ামী সমর্থিত প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থিত আওয়ামী নেতাকর্মীদের রোষানলে পড়েন তিনি। চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজাদ এমপি হওয়ার পর ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়েও তিনি যেতে পারতেন না এমপি আজাদ সমর্থিত নেতাকর্মীদের হুমকির কারণে। এরপরই চেয়ারম্যান মিঠুর লোকজনকে একাধিকবার মারধর করা হয়। সম্প্রতি তার বসতজমিটিও দখলের চেষ্টা করা হচ্ছে। মহিউদ্দিন মিঠু দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য চেয়ারম্যান । বর্তমানে মহিউদ্দিন মিঠু চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

জানা যায়, বসত জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

এ ঘটনার পর দেবিদ্বার থানা পুলিশ গতকাল এলাকা পরিদর্শন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি