বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব আখাউড়া’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব আখাউড়া’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০২৫

ফয়সাল মিয়া:

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আখাউড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব আখাউড়া’র উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে । এতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

২৮ মার্চ (শুক্রবার) আখাউড়ার, কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফারদুল্লাহ হক বিজয় এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন এবং অন্যান্যদের মধ্যে ছিলেন আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, “আখাউড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব আখাউড়া’। সংগঠনটির মূল লক্ষ্য হলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, একে অপরকে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখা; সাথে সাথে আখাউড়ার সন্তান হিসেবে, আখাউড়াকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের উক্ত প্লাটফর্মটির পরিসীমা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে না রেখে, ছড়িয়ে দিতে চাই আখাউড়ার প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে। আমাদের কার্যক্রমে এলাকার সকলের  দোয়া ও সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।”

এ সময় বক্তারা বলেন, “সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হতে চায় এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায়।” এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি