শুক্রবার,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


উচ্ছৃঙ্খল আচরণের দায়ে কুবি নজরুল হলের আবাসিক শিক্ষার্থীকে বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০২৫

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মাদক সেবন করে ‘উশৃংখল আচরণ’ করার অভিযোগে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফসান সামিকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কাজী নজরুল ইসলাম হল প্রাধ্যক্ষ মো. হারুন।

জানা যায়, ২৩ এপ্রিল রাত একটার দিকে রাফসান সামি হলে প্রবেশ করেন এবং এলোমেলো ও অস্বাভাবিকভাবে আচরণ করতে থাকেন। তিনি প্রথমে হল প্রভোস্টের রুমে জোরে ধাক্কা দেন। এরপর ১০৬ নম্বর রুমে এসে জোরে লাথি মারেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র হাতে নিয়ে এদিক সেদিক স্প্রে করতে থাকেন।

কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট মো. হারুন জানান, “শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দ্রুত তাকে হল ত্যাগের ব্যবস্থা করবো।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি