কুমিল্লার লাকসামে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম মো. আবদুস ছালাম (৬৫)। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের বাসিন্দা। নিহতের আত্মীয় ও একই গ্রামের পল্লী চিকিৎসক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুস ছালাম সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) বেপরোয়া গতিতে ছুটছিল। বাসটি ভৈষকোপালিয়া এলাকায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়। এতে বাসের আট যাত্রী আহত হন।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আবদুস ছালাম মারা যান।
লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। দুর্ঘটনায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার কাজ পরিচালিত হয়েছে। পরে হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে।