শুক্রবার,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মাদক ও দুর্নীতি কমাতে পারলে দেশটা অনেক এগিয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


মাদক ও দুর্নীতি কমাতে পারলে দেশটা অনেক এগিয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০২৫


ডেস্ক রিপোর্ট:

দেশে খুনের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে বড় সমস্যা মাদকাসক্তকে দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রামে গঞ্জে মাদক ঢুকে গেছে। মাদক আর দুর্নীতি, কমাতে পারলে দেশটা অনেক এগিয়ে যাবে।

শনিবার (১৭ মে) দুপুরে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে বোট মেইনটেনসের ফ্যাসিলেটির উদ্বোধন শেষ তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানায়, নৌপথে নিরাপত্তার জন্য বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা। যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে নৌবাহিনী, বর্ডার গার্ড, মোংলা বন্দর, নৌপুলিশ, বন বিভাগ ও বিআইডব্লিউটি’র নৌযান মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে। এ ছাড়া এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও পরিসেবার মান বাড়াতে আরও এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সমুদ্র পথে কোস্ট গার্ডকে আরও দক্ষ ও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানায়, এ জন্য কোস্ট গার্ড বহরে আরও পাঁচটি বড় ধরনের বোট কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি সেটি হয়ে যাবে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ জানায়, গত ১১ জানুয়ারি ২০২৪ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব। শনিবার (১৭ মে) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি