বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির মামলা করলেন অক্ষয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০২৫


ডেস্ক রিপোর্ট:

বলিউডের খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন পরেশ রাওয়াল। ‘হেরা ফেরি থ্রি’ চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার পর হঠাৎ করে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলায় এই মামলা করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পরেশ রাওয়ালের আইনজীবীরা জানিয়েছেন, অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ পেশাগত চুক্তি লঙ্ঘন করেছে এবং পরেশ রাওয়ালের সম্মানহানি ও আর্থিক ক্ষতি করেছে।

খবরে জানা গেছে, অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল—এই তিনজনকে নিয়ে প্রিয়দর্শনের পরিচালনায় ‘হেরা ফেরি থ্রি’র শুটিং শুরু হয়েছিল গত এপ্রিল মাসে। পরেশ রাওয়াল তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্রে তার অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন এবং একটি টিজার ভিডিওও শুট করেছিলেন। কিন্তু সম্প্রতি প্রযোজনা সংস্থা তাকে চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার কোনো স্পষ্ট কারণ দেওয়া হয়নি।

উল্লেখ্য, পরেশ রাওয়ালের ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম কোনো প্রযোজনা সংস্থা তার বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ নিয়েছে। তবে এর আগেও পরেশ রাওয়াল বেশ কয়েকটি চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড টু’ ছবিটি ছেড়ে দেন এবং ২০০৯ সালে শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকেও সরে আসেন।

‘হেরা ফেরি’ সিরিজের লক্ষাধিক ভক্তের জন্য এই খবর অত্যন্ত দুঃখজন। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের ডায়লগ ও সিন নিয়েই তৈরি হয়েছে অসংখ্য মিম, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। অনেকেই পরেশ রাওয়ালের প্রতি প্রযোজনা সংস্থার এমন আচরণকে অন্যায্য বলে মনে করছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন।

এখন দেখা যাক, আইনি লড়াইয়ে কে জিতেন। তবে এই বিবাদের জেরে ‘হেরা ফেরি থ্রি’র ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি