শুক্রবার,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০২৫


ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে ৫১ হাজারের বেশি বাংলাদেশি পৌঁছেছেন। মোট ১৩৩টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশে গমন করেছেন। বুধবার (২১ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি, ঢাকা হজ অফিস ও সৌদি আরবের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ মে) রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে ৫১ হাজার ৯৪৭ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৬৪ জন হজযাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ফ্লাইটে ২৫ হাজার ৬০২ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৭ হাজার ৭১৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, হজ পালনরত অবস্থায় এ পর্যন্ত মক্কা ও মদিনায় ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে ৪ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটে ৪০০ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে বিমান ছেড়ে যায়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এবার তিনটি এয়ারলাইন্সের ২৩২টি প্রাক-হজ ফ্লাইটে মোট ৯০ হাজার ১১২ জন হজযাত্রী পরিবহণ করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সৌদি এয়ারলাইন্স ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী নিয়ে যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এবার ৮৭ হাজার ১০০ জন হজে যাবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন রয়েছেন। প্রাক-হজ ফ্লাইট ৩১ মে শেষ হবে এবং হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি