বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ের নামে আরেকটি হত্যা মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২৫


স্টাফ রিপোর্টার:

জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে কুমিল্লায় মামুন আহমেদ রাফসান (১৮) নামে এক হোটেল কর্মচারীকে হত্যার মামলা ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার জ্যেষ্ট কন্যা সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৪৭ জনের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার রাতে নিহত রাফসানের বড় ভাই রানু মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম।

নিহত রাফসান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মোঃ ছালেক মিয়ার ছেলে। সে কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যাফে আল বাইক হোটেলের কর্মচারী ছিলেন।

মামলায় উল্লেখ করা হয় গত বছর ৫ আগষ্ট দুপুরে অন্যন্যদের সাথে রাফসানও পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কুমিল্লা সেনানিবাস এলাকায় মিছিলে অংশগ্রহণ করে। ৫ তারিখ দুপুরে ক্যান্টনমেন্ট এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওভারব্রীজের নিচে অবস্থানরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় রাফসান। পরে স্বজনরা ময়নামতি জেনারেল হাসপাতাল থেকে রাফসানের মরদেহ বাড়ি নিয়ে মরদেহ দাফন করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি