বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাট-বাজার পরিদর্শনে কুমিল্লা পুলিশ সুপার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০২৫

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর হাট-বাজার পরিদর্শন করেছেন।

আজ বুধবার দুপুরে কুমিল্লা সদরের চানপুর গরুর বাজার ও বালুতুপা গরুর হাট বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।

এ সময় তিনি গবাদি পশু ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ জনসাধারনের সাথে হাট-বাজারের আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করেন। তিনি বলেন, “যে কোন আইনি সহায়তা প্রদানে জেলা পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছে” গবাদি পশু ক্রয়-বিক্রয় সংক্রান্তে চাঁদাবাজি বা কোন ধরনের অপরাধের সংবাদ পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি