বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


বন্যায় আক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ও এমএসের বরাদ্দ বাড়ানো হবে- খাদ্য উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

২৪ এর বন্যায় যে সকল এলাকা আক্রান্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ও এমএসের বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের  কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা  বলেন, কুমিল্লা নগরীর  ধর্মপুরে  খাদ্য গুদামের জলাবদ্ধতা, কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ডরুমের দালানগুলো ঠিক রাখতে  করছে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।

এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সায়সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি