বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভোটের তারিখ নির্ধারণে ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন: সিইসি


ভোটের তারিখ নির্ধারণে ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন: সিইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২৫


ডেস্ক রিপোর্ট:

জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, কখন ভোট হবে সেটা সরকারের বিষয়। এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

রোববার দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কখন নির্বাচন হবে সেটা সরকারের বিষয় মন্তব্য করে সিইসি জানান, ভোটের তারিখ নির্ধারণে কোনো ক্লিয়ারেন্স পায়নি ইসি। তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত রয়েছে। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে কবে নাগাদ এই আলোচনা হবে, তা এখনও ঠিক করা হয়নি।

দলীয় রাজনীতিতে না জড়িয়ে ঈমানের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের প্রতি কাজ করার নির্দেশার কথা জানিয়ে তিনি বলেন, কারও হুকুমে বা কারও নির্দেশনায় কাজ করবে না ইসি। কোনো দলের পক্ষ হয়ে কাজ করা হবে না। ভোটের বাক্স লুট করে কেউ নিয়ে যাবে, এমন স্বপ্ন দিবাস্বপ্ন হবে। এটা এবার হতে দেবে না কমিশন। ভোটের বাক্স লুটের সুযোগ এবার কেউ পাবে না।

সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ। ভোট সন্ত্রাসী করলে ছাড় পবে না কেউ। ভোট সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে।

তিনি বলেন, তফসিলের আগে ১৮ বছর যাদের হয়ে যাবে তাদের সবাই ভোট দিতে পারবে এমন উদ্যোগ নেবে কমিশন। এছাড়া ২০২৬ সালের ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটে অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগে তফসিল চায় না ইসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি