বৃহস্পতিবার,১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক প্রবীর রঞ্জন দে কে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষকের মুক্তি দাবি করেন।

রোববার (২২ জুন) সকাল সাড়ে আটটার দিকে নগরীর নজরুল এভিনিউ এলাকায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্রীরা এ মানববন্ধন করেন। ছাত্রীরা শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে বিরতির সময়ে বিদ্যালয়ের মাঠে নেমে আসে এবং প্রভাতী শাখার শিক্ষক প্রবীর রঞ্জন দে’র মুক্তির দাবিতে ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং তাদের দাবি জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শিক্ষক প্রবীর রঞ্জন দে কে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্ত নেই। অথচ ওনাকে পুলিশ সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করে নিয়ে গেছে।

শিক্ষার্থীরা বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষককে সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করাকে অন্যায় বলে মন্তব্য করেন এবং তাঁর বিরুদ্ধে আনিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবি জানান।

ক্লাসের বিরতির সময়ে অনুষ্ঠিত মানববন্ধনে স্কুলের প্রাক্তন ছাত্রীরাও অংশ নেন এবং শিক্ষকের মুক্তির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে শিক্ষার্থীরা বিরতির সময় শেষ হলে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে ক্লাসে ফিরে যান।

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে নগরীর তালপুকুর পাড় ওয়াকিং জোনে হাঁটার সময় কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রভাতী শাখার শিক্ষক প্রবীর রঞ্জন দে কে কোতোয়ালি পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ ওইদিন রাত পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরো ৬ জনকে গ্রেফতার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি