ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনের একটি নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ড্রামের মুখ বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে দুর্বৃত্তরা ব্যক্তিটিকে হত্যা করে অন্য কোনো স্থান থেকে মরদেহটি এখানে ফেলে গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।




















































